শিলিগুড়িতে আজ নতুন করে ৪ করোনা আক্রান্তের হদিস মিলল

শিলিগুড়ি, ৩১ মে: এবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ও নকশালবাড়িতে আরও দুই করোনা আক্রান্তের হদিস মিলল। তারা আপাতত কাওয়াখালির সরকার অধিগৃহীত ডিসান সারি হাসপাতালে চিকিৎসাধীন। লালারসের নমুনা পরীক্ষায় পসিটিভ আসায় তাদের দ্রুত কোভিড হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি মাটিগাড়া ও বাগডোগরা এক মহিলাও নতুন করে করোনা আক্রান্ত বলে জানাগেছে।

এর আগে নকশালবাড়ি ও খড়িবাড়িতে করোনা আক্রান্তের খোঁজ মিললেও ফাঁসিদেওয়াতে এই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে একজনের বয়স ১৬ এবং অন্যজনের বয়স ২০ বছর। ফাঁসিদেওয়ায় কালু জোতের বাসিন্দা ২০ বছরের ওই যুবক মহারাষ্ট্রের পুনে থেকে ফেরেন। তবে নকশালবাড়িতে যে আক্রান্ত তার ট্রাভেল হিস্ট্রি নেই বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। শিলিগুড়ির মাটিগাড়া কদমতলার একজন এবং অন্যজন মাটিগাড়া কোভিড হাসপাতালে তেকনিক্যাল স্টাফ।
মেডিক্যাল সূত্রে জানা গেছে বাগডোগরার ওই প্রসূতি সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর লালার নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সুপার কৌশিক সমাজদার বলেন, ‘ওই প্রসূতিকে মেডিক্যালেই রাখা হচ্ছে। তাঁর প্রসব যন্ত্রণা রয়েছে।
পরবর্তীতে তাঁকে স্থানান্তরিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ জানা গিয়েছে, দার্জিলিং জেলার বাকি ৩ জন এবং আলিপুরদুয়ারের ৫ জনকে মাটিগাড়ার হিমাঞ্চল বিহারের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে করোনা আক্রান্তের হদিশ মেলাতেই তৎপর হয়ে উঠে পড়েছে স্বাস্থ্য দপ্তর। প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে।