ট্রেনের শৌচালয় থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার

এইচ.এন.ডেস্ক, ২৯ মে: ট্রেনের শৌচালয় থেকে এক পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার । উত্তরপ্রদেশের ঝাঁসি রেলস্টেশনে এই ঘটনা । করোনা আবহের মধ্যে ট্রেনের মধ্য থেকে ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
জানা গিয়েছে, আনুমানিক ৩৮ বছর বসসী ওই ব্যক্তি উত্তরপ্রদেশ থেকে কাজের জন্য মুম্বই গিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে উত্তরপ্রদেশের ঝাঁসি রেলস্টেশনে ট্রেনের শৌচালয়ে মৃতদেহটি পড়ে ছিল । এদিন ট্রেনটি স্যানিটাইজ করার সময় শৌচালয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ওই ব্যক্তির করোনা হয়েছিল কি না তা জানার পাশাপাশি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।