লকডাউনের সুযোগে গৃহস্থের বাড়িতে প্যাঙ্গোলিন

জলপাইগুড়ি, ২৮ মে: লকডাউনের সুযোগে লোকালয়ে চলে এল প্যাঙ্গোলিন । হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক গৃহস্থের বারান্দায় । মেটেলি ব্লকের সাতখাইয়ার দোকান লাইনের ঘটনা । গৃহকর্তা প্যাঙ্গোলিনটি আটকে রেখে তুলে দিলেন বনদপ্তরের হাতে ।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অরুণ ঠাকুরের পরিবারের সদস্যরা লক্ষ্য করেন তাদের বাড়ির বারান্দায় একটি প্যাঙ্গোলিন বসে রয়েছে। তারা আচমকা দেখে চমকে ওঠেন । শেষে অবশ্য সাহস জুগিয়ে অরুণ বাবু সেটিকে ধরে ফেলেন। সযত্নে রেখে খাবারও দেন। খবর দেওয়া হয় বন দপ্তরকে। গরুমারা নর্থ রেঞ্জের কর্মীরা গিয়ে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্যাঙ্গোলিনটি সুস্থ থাকায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ।