এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে

কলকাতা, ২৭ মে: কন্যা সহ স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুন করার অভিযোগ । উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানা এলাকার ঘটনা। মৃতের নাম অরূপ দেবনাথ (৬২)। তিনি প্রাক্তন বায়ুসেনার কর্মী ছিলেন। করোনার জেরে লকডাউনের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।
জানা গিয়েছে, অরূপ বাবু অবসরের পর থেকেই তার উপর স্ত্রী ও কন্যা শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। মঙ্গলবার রাতে একই ঘটনার জেরেই অরূপবাবুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে e নোয়াপাড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।