ঝড়ে গামারী গাছ চাপা পড়ে মৃত্যু হল কাঠ ব্যবসায়ীর

বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি, ২৭ মে: ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম অখিল রায় (৫৬)।শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি গৌরসা জোতে বাড়ি তার। মঙ্গলবার রাতে ঝড়ের সময় তিনি সাইকেল চালিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। তখনই বাড়ির পাশের একটি গামারি গাছ তার উপর ভেঙ্গে পড়ে। প্রথমে বিষয়টি কেউ লক্ষ্যই করেননি। কিন্তু পরে যখন ঝড় শেষ হয়, গাছ সরানো হয়। তখনই দেখা যায় অখিলবাবু গাছের নিচে চাপা পড়ে রয়েছেন। স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে আসেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখান থেকে এরপর নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে বুধবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে।

জানাগেছে রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের বাতাসি সংলগ্ন গৌরশা জোতে বাড়ি ওই ব্যক্তির। তিনি কাঠের ব্যবসায়ী। তার ভাস্তা শুভজিৎ রায় বলেন, আমরা প্রথমে বিষয়টি জানতে পারেনি। ঝড়ের পরে গাছপালা সরাতেই এই মর্মান্তিক দৃশ্যটি দেখতে পাই। আমরা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলাম হাসপাতালে। কিন্তু বাঁচাতে পারলাম না। রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েত প্রধান ভবতোষ মন্ডল বলেন, খুব দুঃখজনক ঘটনা। মঙ্গলবার সন্ধ্যার সময় গাছ ভেঙ্গে অখিলবাবুর উপরে পড়ে। সমস্ত ঝড়-ঝাপটা তার ওপর দিয়ে চলে যায়। কেউ বুঝতে পারেনি অখিলবাবু ওই গাছের তলায় চাপা পড়ে রয়েছেন। ঘটনায় শোক ছড়িয়েছে এলাকায়।

এদিকে ঝড়ের পড়ে নকশালবাড়ি খড়িবাড়ি সহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। বহু জায়গায় উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি, গাছপালা ভেঙে পড়েছে। একই অবস্থা শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি ও ফাঁসি দেওয়া এলাকাতেও। বিদ্যুৎ দপ্তর কাজ শুরু করেছে। গিয়েছে বনকর্মীরা পুলিশ ও স্থানীয়রা হাত লাগিয়েছেন।

তথ্য: ফুলবাড়ি ও ফাঁসিদেওয়া।