কানপুর থেকে কৌনজ পর্যন্ত একই হেঁটে এলেন যুবতী

এইচ এন ডেস্ক, ২৩ মে: নিজের প্রেমিক বীরন্দ্র কুমারকে বিয়ে করতে কানপুর থেকে কনৌজ পর্যন্ত ৮০ কিলোমিটার একাই হেঁটে গেলেন এক যুবতী। জানাগেছে, ২৩ বছরের বীরেন্দ্রর সঙ্গে ২০ বছরের গোল্ডির বিয়ের দিন প্রথমে মার্চে তারপর ৪ মে স্থির হয়েছিল। কিন্তু লকডাউনের জন্য দুবারই তা পিছিয়ে যায়। পাশাপাশি গোল্ডির অভিভাবকরা কড়া ভাষায় জানিয়ে দেন লকডাউন কাটার আগে বিয়ে হবে না।

এতেই মুষড়ে পড়ে যুগল। তারপর গত বুধবার বিকেলে গোল্ডি কাউকে না জানিয়ে একাই কানপুরের তিলক গ্রামের বাড়ি থেকে হাঁটতে শুরু করেন কনৌজের বৈসাপুর গ্রামে বীরেন্দ্র বাড়ি পর্যন্ত।
এমন হঠাৎ গোল্ডিকে দেখে চমকে যান বীরেন্দ্রর পরিবারের সবাই। কিন্তু হবু পুত্রবধূকে ভর্ৎসনা না করে বীরেন্দ্র পরিবারের লোকজনই গ্রামের একটি পুরনো মন্দিরে কোনওরকমে গোল্ডি–বীরেন্দ্রর বিয়ের ব্যবস্থা করেন।
জানাগেছে, লকডাউন বিধি মেনেই বিযে সম্পন্ন হয়। বরকনে দুজনেই মুখে মাস্ক পরে বিয়ে সারেন। বিয়েতে বীরেন্দ্র পরিবার ছাড়া এক সমাজকর্মীও অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। এমন ঘটনা শোরগোল পড়ে যায়। বিষয়টি ভাইরাল হয়।