মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খন্ড-বিখন্ড মৃতদেহ উদ্ধার

রাজগঞ্জ, ১৯ মে: লকডাউনের মধ্যে শিলিগুড়ি – জলপাইগুড়ি মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খন্ড-বিখন্ড মৃতদেহ উদ্ধার । মঙ্গলবার ভোরে জাতীয় সড়কে ভুটকি হাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার হয় । ঘটনায় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে চার লেনের ওই মহাসড়কে জলপাইগুড়ি অভিমুখী লেনে মৃতদেহটি পড়েছিল । সম্ভবত দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে । এরপর একাধিক গাড়ি ওই দেহের উপর দিয়ে গিয়েছে বলে এলাকাবাসীর অনুমান । আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, মহাসড়কে ভুটকি হাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয় একটি মৃতদেহ উদ্ধার করা হয় । তার বয়স আনুমানিক ৩২ বছর । মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত করা হচ্ছে ।