হেঁটে বাড়ি ফেরার পথে ফের দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু

এইচ.এন.ডেস্ক, ১৪ মে: লকডাউনে আটকে থেকে অতিষ্ঠ হয়ে পড়েছিল জীবন। তাই বাড়ি পঞ্জাব থেকে বিহারে ফিরতে হেঁটেই রওনা দিয়েছিলেন কিছু শ্রমিক। কিন্তু সে আশা আর পূরণ হলো না। নিথর দেহ ফিরছে বাড়িতে। বুধবার রাত এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফনগর-সাহারানপুর হাইওয়েতে। সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছে আরও ২ জন।
জানা গিয়েছে, পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন ওই শ্রমিকরা। রাতে মুজফ্ফনগর জেলায় ওই হাইওয়েতে দ্রুত গতিতে আসা একটি খালি বাস তাঁদের পিষে দেয়। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।