অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক অসহায় বৃদ্ধা

রাজগঞ্জ, ১৩ মেঃ পরিচারিকার কাজ করে অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ফাটাপুকুরের এক বৃদ্ধা । তার নাম অঞ্জনা রায় । অসহায়দের সাহায্যের জন্য রাজগঞ্জের ইভোলিউশন ফাউন্ডেশনকে দিলেন ৭৫ কেজি চাল ।
ফাটাপুকুরের ঝাঞ্জিপাড়ায় অঞ্জনাদেবী নড়বড়ে ঘরে বসবাস করেন । তার কেউ নেই। মানুষের বাড়িতে কাজ করে চলে তার একার সংসার । তিলতিল করে জমানো টাকা দিয়ে ৭৫ কেজি চাল কিনে তুলে দেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার হাতে । অঞ্জনাদেবীর বলেন, আমার কেউ নেই । লোকের বাড়ি কাজ করে বেঁচে আছি । এই লকডাউনে আমার থেকেও বেশি অসহায় কিছু পরিবারকে সাধ্যমত সাহায্য তুলে দিলাম ।
ইভোলিউশন ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ নাগ বলেন, করোনার ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচি ছাড়াও অসহায়দের সাধ্যমত সহযোগিতা করা হচ্ছে । কিছু সচ্ছল ব্যক্তির কাছে অসহায়দের জন্য সাহায্যের আবেদন করেও পাওয়া যায়নি । কিন্তু ওই বৃদ্ধা নিজে অসহায় হয়েও যেভাবে অসহায়দের পাশে দাঁড়ালেন তা আমাদের স্মরণীয় হয়ে থাকবে ।