রাজগঞ্জ, ৯ মেঃ রাস্তার কাজ হচ্ছিল নিম্নমানের। প্রতিবাদ করেছিলেন বাসিন্দারা। পাত্তা দেয়নি বরাত পাওয়া ঠিকাদার। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনের কাছে অভিযোগ জানান বাসিন্দারা। আজ সেই রাস্তা পরিদর্শনে গিয়ে বরাত পাওয়া এজেন্সিকে পুনরায় সিডিউল অনুযায়ী করার নির্দেশ দিলেন।
রাজগঞ্জের চেউলিবাড়ি থেকে এলাকার বাগডোগড়া পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার কাজ চলছিল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় পাঁচ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে ওই প্রকল্প শুরু করা হয় ।
প্রায় ৪০০ মিটার রাস্তায় পিচ ঢালাই হয়ে গিয়েছে । কিন্তু রাস্তার কাজের মান নিয়ে শুরু থেকেই এলাকাবাসীর অভিযোগ ছিল । তারা সভাধিপতির কাছে লিখিতভাবে অভিযোগ করেন ।
আজ জেলা পরিষদের বাস্তুকার জ্যোতির্ময় সিনহাকে নিয়ে ঘটনাস্থালে যান সভাধিপতি। বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে ওই পিচের আস্তরণ তুলে ফেলে ফুটপাত সহ পুনরায় কাজ করার নির্দেশ দেন।