শিলিগুড়ি, ৯ মে: এবার চিতা বাঘের আতঙ্ক ছড়ালো শিলিগুড়ি লাগোয়া গোসাইপুর এলাকায়। ওই এলাকায় একটি নির্মীয়মান উপনগরীর ভিতরে চিতা বাঘটি দেখা গেছে বলে জানান স্থানীয়রা। শুক্রবার থেকেই তাই এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে বাঘটি দেখছেন বলে জানান। অনেকে জানান, পাশেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। স্বভাবতই বাঘের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েন। অনেকে প্রয়োজন ছাড়া বের হন না। তবে উৎসুক জনতার ভিড় করতে থাকে। ঘটনাস্থলে যায় বনকর্মীরা। তারা নজরদারি চালাচ্ছেন। সেই সঙ্গে রয়েছে পুলিশ। উৎসুক জনতাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বনকর্মীরা জানান, এই উত্তরা টাউন শিপের পশ্চিম দিকে জঙ্গল রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এলাকাতেও জঙ্গল রয়েছে। তাই চিতাবাঘ থাকাটা অসম্ভব নয়। লকডাউনে লোকজন কম চলাফেরায় বাঘ এদিকে চলে আসতে পারে।
শুক্রবার রাতে হঠাৎ সেখানে এক উপনগরীতে নিরাপত্তারক্ষীদের সুপারভাইজার চিতাবাঘটি দেখতে পান বলে দাবি। এরপরই চিতাবাঘটি সেখান থেকে পালিয়ে পাশের গ্রামে যায়। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে তল্লাশি চালায়। ইতিমধ্যেই সেখানে খাঁচা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সুপারভাইজার তাপস কুমার বর্মণ জানান, আমি নিজে চিতাবাঘটিকে দেখেছি। এরপর বাইকের আলো জ্বালাতেই পালিয়ে যায়।পাশে গ্রামে কিছু মানুষ দেখেছে। পরে বনকর্মীরা আসেন।