আটা মাখার সময় দেখে রবারের মত হয়ে যাচ্ছে

বাগডোগরা, ৮ মে: রেশনের আটা ঘিরে অভিযোগ। সেই আটা ডিলারকে ফেরত দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।ঘটনাস্থল শিলিগুড়ির কাছে বাগডোগরার রূপসিং জোতে। ওই এলাকার একটি রেশন দোকানে আটা দেওয়া হয়। সেই আটা নিয়ে বানাতে গিয়েই দেখে রাবার ও প্লাস্টিকের মত হয়ে যাচ্ছে। সবাই অবাক হয়ে যান এমন কান্ড দেখে। এরপর এক এক করে এসে ওই রেশন দোকানে জমায়েত হন। বিষয়টি দেখেও চমকে যান রেশন ডিলার নির্মল কুমার গুপ্তা। তিনি এরপর বিষয়টি জানান খাদ্য দফতরের আধিকারিকদের এবং প্রশাসনের আধিকারিকদের। থানা থেকেও পুলিশ ঘটনাস্থলে চলে আসে। এরপর খাদ্য দপ্তরের অধিকারিককে ঘেরাও বাসিন্দারা বিক্ষোভ দেখান।

ওই আধিকারিক নিজের চোখে দেখেন আটা চুইংগামের মতো হয়ে যাচ্ছে। তাই এই আটা ফেরত দেওয়া হবে বলে তিনি জানান। কলকাতায় জানান তিনি। রেশন ডিলার জানান, আমরা প্রথম দেখলাম। কোনওদিন গ্রাহকদের কাছে এমন অভিযোগ পাইনি। আমরা গ্রাহকদের এই আটা দেব না। আমরা তা জানিয়ে দিয়েছি প্রশাসন ও খাদ্য দপ্তরকে। ফেরত পাঠানো হবে আটা। নতুন করে আবার সবাইকে আটা দেব।