করোনা আক্রান্তদের লুঙ্গি, গেঞ্জি, বারমুডা প্যান্ট দিলেন পর্যটনমন্ত্রী

শিলিগুড়ি, ৮ মে: করোনা আক্রান্তদের অন্যরকম সহায়তা। গেঞ্জি, লুঙ্গি, বারমুডা প্যান্ট দিলেন। এবশ্বেই পাশে দাঁড়িয়ে সাহস জোগালেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। একটু ভিন্নভাবে তিনি দাঁড়ালেন পাশে। শিলিগুড়িতে কোভিড হাসপাতলে ভর্তি আলিপুরদুয়ারের থেকে আনা এমন ৪ আক্রান্তর কাছে তিনি পৌঁছে দেন খাদ্যসামগ্রী। এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পোশাক-পরিচ্ছেদ।
করোনার বিরুদ্ধে মন্ত্রীর লড়াই চলছে শুরু থেকেই। একদিনের জন্যও তিনি বসে থাকেননি। কখনো তিনি ছুটে গেছেন অসহায় মানুষদের খাওয়ার দিতে। কখনও হাসপাতাল থেকে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বৈঠক করে জেনে নিয়েছেন পরিস্থিতি। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পাশে থাকা ও অসহায় হয়ে পড়া মানুষদের কাছে গিয়ে যথাসম্ভব সাহায্য করেছেন।প্রতিদিন রয়েছে এমন কর্মসূচি তার। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র পথ ঘরে থাকা। কিন্তু জীবন বাজি রেখেও ছুটছেন এই বয়সেও। যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে যাওয়া না গেলেও মনোবল বৃদ্ধিও প্রয়োজন। সেই লক্ষ্যেই পর্যটনমন্ত্রী মাটিগাড়া কোভিড হাসপাতালে আলিপুরদুয়ার থেকে নিয়ে আসা ৪ জন করোনা আক্রান্ত রোগীর জন্য যথাসাধ্য নিত্য প্রয়োজনীয় পোশাক-পরিচ্ছদ ও অন্যান্য কিছু ব্যবহার্য সামগ্রী পাঠান। এই হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় সেগুলো।
উল্লেখ্য দিল্লির এইমস থেকে চিকিৎসা করিয়ে একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করে ফিরছিলেন ওই চার জন। রাস্তায় অ্যাম্বুল্যান্স আটকে ২৭ এপ্রিল তাঁদের কোয়ারান্টাইনে পাঠায় স্বাস্থ্য দফতর। তাঁদের সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তখনই তাঁদের আক্রান্ত হওয়ার কথা জানা যায়। এই চার জনের মধ্যে দু’জন কোচবিহারের বাসিন্দা হলেও অন্য দু’জনের বাড়ি আলিপুরদুয়ার জেলায়।
পর্যটন মন্ত্রী বলেন, আমার কাছে খবর এসেছিল ওই চার জনের কাছে কিছুই নেই তাই গেঞ্জি লুঙ্গি প্যান্ট ও দিয়েছি। করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ানোর এখন খুব প্রয়োজন।

©গিরিশ মজুমদার