বিষাক্ত গ্যাস লিক করে মৃত ৫, আহত প্রচুর

অন্ধ্রপ্রদেশ, ৭ মে:বহুজাতিক সংস্থার কেমিক্যাল প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস লিক করে এক শিশু সহ ৫ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। মারা গিয়েছে প্রচুর গবাদিপশু। বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ওই দুর্ঘটনা। কেমিক্যাল প্ল্যান্ট থেকে গ্যাস লিকের ফলে এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে।