রাজগঞ্জ, ৪ মে: রাজগঞ্জের টাকিমারি চর এলাকা থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাতির দেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বনদপ্তর।
জানা গিয়েছে, রবিবার রাতে টাকিমারি চরের মহারাজঘাট এলাকায় ধানের জমির পাশে একটি হাতি মৃত অবস্থায় পড়ে থাকার খবর পায় বনদপ্তর। পাশেই বৈকন্ঠপুর জঙ্গল রয়েছে। অভিযোগ, অনেক কৃষক জমির ফসল হাতির হাত থেকে বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখেন। এর আগেও ওই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, রাতেই এই ঘটনায় এলাকার ৮ জনকে আটক করা হয়েছে। সকালে ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের আধিকারিকরা।
বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে আটকের ব্যাপারে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিস্তারিত আসছে…