এইচ.এন. ডেস্ক: জ্বর ও সর্দি কাশি হলেই যে করোনায় আক্রান্ত তা নয়। করোনার অনেকগুলি উপসর্গের কথা বলেছেন বিশেষজ্ঞরা। অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। কোন কোন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন জেনে নিন…
১) শ্বাস নিতে সমস্যা। শ্বাসকষ্ট শুরু হলে সতর্ক হতে হবে।
২) বুকে ব্যথা ও চাপ অনুভব, পেশিতে ব্যথা, যন্ত্রণা
৩) মানসিক কোনও সমস্যা, মানসিক চাপ অনুভব, ঘুমের সমস্যা অথবা অবসাদ
৪) ঠোঁটে ও মুখের রং পরিবর্তন, নীলচে ছোপ
এই সমস্ত উপসর্গ দেখা দিলেই স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করানো জরুরি।
উপসর্গ বেশি হলে হোম–আইসোলেশনের বদলে রোগীকে তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী কোভিড হাসপাতালে বা হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করতে হবে। হোম আইসোলেশনে থাকা রোগীর পরীক্ষা করে দায়িত্বে থাকা চিকিৎসক যদি দেখেন, সংক্রমণ নেই, তবেই হোম–আইসোলেশন শেষ হবে। এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।