শিলিগুড়তে করোনা জয় করল দুই নার্স

শিলিগুড়ি, ২৮ এপ্রিল: করোনা নিয়ে খুশির খবর উত্তরবঙ্গে। অনেকটাই আশা দেখাচ্ছে সাপোর্টিং চিকিৎসা। করোনা আবহের মাঝে স্বস্তির নিঃশ্বাস উত্তরবঙ্গে। সরকারের অধিগৃহীত মাটিগাড়ার ডাক্তার চেং-এর নার্সিংহোম থেকে ছাড়া পেল আরও তিন করোনা আক্রান্ত। এদের মধ্যে দুজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স এবং অন্যজন নার্সের শাশুড়ি। এদিন এরা তিনজন সুস্থ হয়ে ওঠে। তাদেরকে নার্সিংহোম থেকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই দুজন সুস্থ হয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। তবে এক নার্স এর ১৮ মাসের মেয়ে এখানে করোনা সন্দেহে নিয়ে ভর্তি রয়েছে। তাই ওই নার্সের ছুটি মিললেও ঘরে ফেরেননি। তিনি সন্তানের জন্য থেকে যান। এদিন দুপুর পর্যন্ত চেং নার্সিংহোমে ৬ জন ভর্তি ছিলেন। ছুটি হয়ে গেল ৩ জনের। আরও ৩ জন রয়েছে।
এরপূর্বে ১১ জন ছাড়া পেয়েছেন। এবার আরও তিনজন ছুটি পেলেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোভিড হাসপাতালে আরও তিনজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। তাদের শারিরীক অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় খুশি চিকিৎসকরাও। এদিন তাদের হাততালি জানিয়ে শক্তি যোগানো হয়। ধন্যবাদ জানানো হয় স্বাস্থ্যকর্মীদের।