চমকে যাওয়ার মতো খাবারের প্যাকেট

গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রতিদিন দুইবেলা ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও ধর্মশালায় আটকে পড়া মানুষদের খাবার দেওয়া হচ্ছে। এছাড়া জলপাইড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আগত রোগীর আত্মীয় স্বজন ও হাসপাতালের কর্মীদের প্রায় দুই শত মানুষকে খাবার বিতরণ করার পাশাপাশি বিগত দিনে ৫৬২ টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। এরপরে রবিবার আরও ১৯টি পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল-৭ কেজি ডাল ১ কেজি তেল ৫০০ গ্রাম লবন ১ কেজি, সোয়াবিন ২৫০ গ্রাম, বড় মেরি বিস্কুট ১ প্যাকেট, আলু ৩ কেজি, মাস্ক ২ টা, মুড়ি ২৫০ গ্রাম, সাবান, দুধ, কাঁচা লংকা, বাঁধা কপি, ফুল কপি, কোয়াস, বেগুন, হ্যানডওয়াস। আগামী দিনে খাবার বিতরণ করার পাশাপাশি, আরো কিছু পরিবারকে এই ধরনের খাদ্য সামগ্রী উপহার দেওয়ার ইচ্ছে আছে বলে জানান গ্রীন জলপাইগুড়ি-র সাধারণ সম্পাদক অংকুর দাস।