সামাজিক দূরত্ব উপেক্ষা করে তাস খেলতে গিয়ে করোনায় আক্রান্ত ২৪ জন

এইচ.এন. ডেস্ক: দেশ জুড়ে চলছে লকডাউন। জমায়েত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এক মাস ধরে চলা এই লকডাউনের জন্য অনেকেই বোর হয়ে গিয়েছেন। বাড়ির বাইরে বের না হলেও অনেকেই আড্ডা দিচ্ছেন পাড়াতে। কেউ খেলছেন তাস, লুডো, ক্যারাম ইত্যাদি করে সময় কাটাচ্ছেন। এরকমই এক ঘটনায় প্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে গিয়ে করোনা আক্রান্ত হলেন একই এলাকার মোট ২৪ জন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরের ঘটনা। তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন আগে এরকম আরও একটি ঘটনা ঘটেছিল বিজয়ওয়ারাতেই। এক ট্রাক চালক সামাজিক জমায়েতে যোগ দেওয়ার ফলে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। বিজয়ওয়ারা করোনভাইরাসের অন্যতম হটস্পট। তাই কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়েছে সেখানকার প্রশাসন।
অন্যদিকে, সেলুনে চুল-দাড়ি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত ৬ জন। মধ্যপ্রদেশের খারগো জেলার ঘটনা। জানা গিয়েছে, ওই সেলুনে ১২ জন চুল-দাড়ি কাটাতে গিয়েছিলেন। তাদের পরীক্ষার পর ৬ জনের শরীরে করোনা ধরা পড়ে।