ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়াদের জন্য মাস্ক তৈরি করছেন ভারতের ফার্স্ট লেডি

এইচ. এন. ডেস্ক, ২৩ এপ্রিল: লকডাউনের জেরে ত্রাণ শিবিরে থাকা লোকদের জন্য মাস্ক তৈরি করছেন
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতা কোবিন্দ। নিজে সেলাই মেশিন চালিয়ে তৈরি করছেন মাস্ক। তার নিজের হাতে তৈরি মাস্ক ত্রাণ শিবিরগুলিতে পৌঁছে দেবে দিল্লির আর্বান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড।

করোনা মোকাবিলায় লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও একই উপদেশ দিয়েছেন। লকডাউনের
জেরেই লক্ষ লক্ষ শ্রমিক ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। ত্রাণ শিবিরে থাকা লোকদের জন্য তৈরি করছেন ভারতের ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ।

ভারতে করোনা আক্রান্ত্রের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা সাড়ে ৬০০ ৷ গোটা বিশ্বে করোনায় মৃত্যু ১ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৬ লক্ষেরও বেশি ।