উজ্জ্বলা গ্যাস বাড়িতে পৌঁছাচ্ছে না, রান্নার গ্যাস নিতে লম্বা লাইন

রাজগঞ্জ, ২০ এপ্রিল: বিনামূল্যে উজ্জ্বলা যোজনার গ্যাস নিতে ব্যাপক ভিড় রাজগঞ্জের বিভিন্ন গ্যাস বিতরণ কেন্দ্রে । একই চিত্র রাজগঞ্জের আমবাড়িতে।খুব সকাল থেকেই গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে পড়েন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনও বড় হতে থাকে। সামাজিক দূরত্ব না মেনে গ্যাস নিতে দেখা যায় গ্রাহকদের। বিনামূল্যে গ্যাস নেওয়ার হুজুকে লকডাউন যেন ভুলে যান গ্রাহকরা। মানুষের সচেতন না হওয়ার পাশাপাশি পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রাহকদের অভিযোগ বাড়িতে গ্যাস পৌঁছে দিচ্ছে না তাই লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে।

লকডাউনের জন্য মানুষের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে দিনমজুর পরিবারগুলি চরম সমস্যায় পড়েছেন। তাই যেসব উপভোক্তা উজ্জ্বলা যোজনা গ্যাস সংযোগ পেয়েছেন, তাদেরকে তিনমাস বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই গ্যাস নিতে রাজগঞ্জের প্রায় প্রতিটি গ্যাস বিতরক কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় না রেখে ভিড় করছেন গ্রাহকরা। এই ঘটনায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। গ্যাস এজেন্সি গুলির বক্তব্য, বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে। তবুও অনেক গ্রাহক ভিড় করছেন। তাই গ্যাস দিতে হচ্ছে।