শর্তসাপেক্ষে যেসব ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে

এইচ.এন. ডেস্ক, ২০ এপ্রিল: আজ থেকে শর্তসাপেক্ষে লকডাউন কিছু শিথিল করা হয়েছে। তবে স্পট ও হটস্পটের বাইরে যে সমস্ত এলাকায় করোনা মহামারী এখনও থাবা বসাতে পারেনি শুধুমাত্র সেই জায়গাগুলিতে এই ছাড় দেওয়া হয়েছে।

ইলেকট্রিশিয়ান, ছুতোর, গাড়ি ও বাইকের মেকানিক, কুরিয়ার সার্ভিস, কেবল, ডিটিএইচ কর্মীরা সোমবার থেকে কাজ করতে পারবেন।
যাবতীয় নির্মাণ কাজ করা যাবে। তবে পরিযায়ী শ্রমিককে আনতে পারবে না।
সামাজিক দূরত্ব বজায় রেখে চাষবাস এবং কৃষিপণ্যের বিপণনের ছাড় দেওয়া হয়েছে।
ই-কমার্স সংস্থাগুলি শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করতে পারবে।
শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা যাবে। বাইক বা স্কুটারের শুধুমাত্র আরোহী বসতে পারবেন। অর্থাৎ পেছনে কেউ বসতে পারবে না। ছোট যাত্রীবাহী চার চাকার গাড়ির ক্ষেত্রে সামনে শুধু চালক এবং পেছনে একজন আরোহী বসতে পারবেন।
বেসরকারি অফিস খুলতে পারবে। সে ক্ষেত্রে ৩৩ শতাংশ কর্মী নিয়ে দপ্তর চালাতে হবে এবং কর্মীদের আসা যাওয়ার ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। তথ্যপ্রযুক্তি সংস্থা ৫০ শতাংশ কর্মীর দিয়ে কাজ করা যাবে। তবে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল স্ক্রীনিং ও জীবাণু নাশকের ব্যবস্থা সংস্থাকে নিশ্চিত করতে হবে।