কোচবিহার, ১৯ এপ্রিল: মহারাষ্ট্র থেকে অ্যাম্বুলেন্সে করে দিনহাটায় এসেও বাড়ি পৌঁছাতে পারলেন না। ৫ জনকে রাখা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালের কোয়ারেন্টিনে। সেখানে থাকতে হবে কমপক্ষে ১৪ দিন।
জানা গিয়েছে, কোচবিহারের সুটকাবাড়ি এলাকার একজন এবং দিনহাটার পুটিমারি দুইজন চিকিৎসার জন্য মহারাষ্ট্রে দিয়েছিলেন। কিন্তু দেশব্যাপী লকডাউন শুরু হওয়ায় তারা সেখানে আটকে পড়েন।
নিরুপায় হয়ে তারা একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হন। অ্যাম্বুলেন্সের চালক ছিলেন দুইজন। চালকদের বাড়ি মহারাষ্ট্রে। ওই পাঁচজন দীর্ঘ পথ অতিক্রম করে কোচবিহারে প্রবেশ করলেও বাড়ি পৌঁছানোর ইচ্ছা পূরণ হলো না।
দিনহাটায় ঢোকার মুখে পুলিশ তাদের আটক করে।
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গাড়িতে চালক সহ পাঁচজন মহারাষ্ট্র থেকে এসেছে। পুলিশ তাদের আটক করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। পাঁচ জনকেই ১৪ দিনের জন্য দিনহাটা মহকুমা হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।