করোনা নিয়ে বামফ্রন্টের অবস্থান বিক্ষোভ, গ্রেপ্তার নেতৃত্বরা

কলকাতা, ১৮ এপ্রিল: রেশনে দুর্নীতি, কালোবাজারি বন্ধ, করোনা নিয়ে সঠিক তথ্য জনসমক্ষে তুলে ধরা, করোনার পরীক্ষার সংখ্যা বাড়ানো সহ একাধিক দাবিতে শনিবার মধ্য কলকাতার রেড রোডের আম্বেদকর মূর্তির সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভে শামিল হয় বামফ্রন্ট।
সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান বিক্ষোভ শুরু হয়। উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী বামফ্রন্টের নেতৃত্বরা। কিছুক্ষণ বাদে বিশাল পুলিশ বাহিনী এসে অবস্থান বিক্ষোভ তুলে নিতে বলে। এই ঘটনায় উভয়ের মধ্যে বচসা বেঁধে যায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিধানসভার বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, লালারস পরীক্ষার জন্য কিট এ রাজ্যে প্রচুর রয়েছে। অথচ পরীক্ষা করা হচ্ছে না। শুধু তাই নয় পরীক্ষার জন্য নমুনা নাইসেডে পাঠানো হচ্ছে না। এছাড়া করোনা নিয়ে সত্য তথ্য মানুষের সামনে তুলে ধরলে মানুষ তার ভয়াবহতা বুঝতে পারবে।
রেশনে দুর্নীতি ছাড়াও শাসক দলের নেতৃত্ব রেশনের কুপন বিলি করছেন। শাসক দল অসহায় পরিবারদের সাহায্য করলেও বিরোধীরা বাধাপ্রাপ্ত হচ্ছে।