রাজগঞ্জ, ১৭ এপ্রিল: করোনার জেরে প্রায় দেড় মাস থেকে লকডাউন চলছে রাজ্য তথা দেশে। এই লকডাউন চলবে আগামী ৩ মে পর্যন্ত। গরিব পরিবারগুলি বিশেষ করে দিনে আনা – দিনে খাওয়া পরিবারগুলি চরম দুর্দশার মধ্যে কাটাচ্ছেন। তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বহৃদয় ব্যক্তিগণ সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। যদিও ১০০% গরিব পরিবারের হাতে ওই সাহায্য পৌঁছাচ্ছে না।
শুক্রবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় অসহায় পরিবারদের সাহায্যের উদ্দেশ্যে পদ্মশ্রী করিমুল হকের হাতে ৫ কুইন্টাল চাল তুলে দেন। করিমুল বাবুর বাড়ি মালবাজার ব্লকের রাজাডাঙ্গা এলাকায়। এছাড়া তিনি বেশ কয়েকদিন থেকে ব্লকের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।
করিমুল বাবু বলেন, এই আপৎকালীন মুহূর্তে অসহায় পরিবারের পাশে আমাদের প্রত্যেককেই দাঁড়ানো উচিত। খগেশ্বর বাবু অনেক অসহায় গরীব পরিবারদের সাহায্য করছেন। তাই তার কাছে সাহায্যের আবেদন করা হয়। খগেশ্বর বাবু পাঁচ কুইন্টাল চাল দিয়েছেন। এই চাল গরিব মানুষের মধ্যে বিলি করবেন বলে করিমুল বাবু জানিয়েছেন।