তিন দিন থেকে সাংসদকে গৃহবন্দি করে রাখা হয়েছে

জলপাইগুড়ি, ১৫ এপ্রিল: বাড়িতে নজর বন্দি করে রাখা হয়েছে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলাকে। মোতায়েন রয়েছে পুলিশ। তিন দিন থেকে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের লক্ষিপাড়া চা বাগানের নিজের বাড়িতেই এভাবে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন। এই ঘটনায় রাজনীতির অভিযোগ করেছেন সাংসদ। যদিও পুলিশ জানিয়েছে, লকডাউন ভঙ্গ করেছেন। তাই সাংসদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানা গিয়েছে, লকডাউনের জেরে অসহায় হয়ে পড়া পরিবারগুলোকে খাদ্য সামগ্রী বিতরণ করছিলেন সাংসদ জন বারলা। গত রবিবার তিনি তার দত্তক নেওয়া গ্রাম বান্দাপানির শ্রমিকদের খাদ্য সামগ্রী পৌঁছে দিতে যাওয়ার সময় পুলিশ তাকে পথে আটকে দেয়। পরের দিন লক্ষ্মী পাড়া চা বাগানে নিজের বাড়িতে বসে খাদ্য সামগ্রী বিলি করার সময়ও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তারপর থেকে সাংসদকে পুলিশ বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। সাংসদ জানিয়েছেন, এই আপৎকালীন সময়ে একজন সাংসদ হিসাবে অসহায় পরিবারদের পাশে দাঁড়ানো তার কর্তব্য। কিন্তু পুলিশ তা করতে দিচ্ছে না। এতে তিনি রাজনীতির গন্ধ পাচ্ছেন। তিনদিন থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে। অনেক অসহায় মানুষ সাহায্যের আবেদন করে ফোন করছেন কিন্তু তিনি সাহায্য করতে পারছেন না। বিষয়টি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পিকারকে লিখিতভাবে জানিয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ লকডাউনকে উপেক্ষা করে যখন তখন যত্রতত্র ঘুরছিলেন। নাকা চেকিংও উপেক্ষা করেছেন। তাই তার বিরুদ্ধে বীরপাড়া থানায় মামলা করেছে পুলিশ।