নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের সামনে গিয়ে ধাক্কা

ফুলবাড়ি, ১৫ এপ্রিল: ভোররাতে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের মুখে দুটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ।তাতে জখম হয়েছেন দুইজন। বেশি জখম ওই কন্টেনারের চালকের নাম রিজুমান খান। এই কন্টেইনারটি যাচ্ছিল কানপুরের দিকে। দুর্ঘটনাটি ঘটে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রোডে ব্যারেজের মুখে।তখন ফাঁসিদেওয়ার দিক থেকে একটি ডিসিএম ট্রাক সবজি নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ডিসিএমটি গিয়ে কন্টেনারের সামনে লাগিয়ে দেয়। তাতে দুটো গাড়ি ক্ষতি হয়। কন্টেনারের সামনের অংশ যেখানে ড্রাইভার থাকেন সেখানে দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা প্রথমে দুর্ঘটনার শব্দ শুনতে পান। পাশাপাশি রাস্তাতে টহলদারি ভ্যান ছিল।নিউ জলপাইগুড়ি থানা পুলিশ শেষে ঘটনাস্থলে যায়। দেখেন কন্টেইনারের চালক আটকে রয়েছেন গাড়ির মধ্যে। অনেক কষ্টে তাকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিযোগ উঠেছে মারাত্মক জখম সামান্যতম চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে।এরপর আবার চালক চলে আসেন গাড়িতে। এদিকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ আটক করেছে ওই ডিসিএমটি প তার চালককেও। লকডাউনের মধ্যে এই দুর্ঘটনায় বিপাকে পড়েছেন চালক।