বিধাননগর: বাঙ্গালীদের নতুন বছর। এই নতুন বছরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফনিদাস ও তার সহধর্মিণী ইলিনা দাস পেটপুরে খাওয়ালে এলাকার ভবঘুরে ও পোষ্যদের। ইলিনা দাস বলেন, ফেসবুক দেখেই এই আয়োজন করেছি। আর নতুন বছরে তাই তাদেরকে খাইয়ে আনন্দ লাগছে। শিক্ষক ফনি দাস বলেন, আসুন আমরা যেসকল শিক্ষক বাড়িতে বসে তারা কোন না কোন ভাবে সমাজের কাজে আসি। প্রতিদিনের মত আজকেও বাপন দাস এবং মিন্টু দাস ভবঘুরেদের খাইয়ে এবং নিজেরা ভবঘুরেদের সাথে খেয়ে তৃপ্তি বোধ করছেন। পুলিশ কর্মী বাপনবাবু বলেন, আগামী ৩ মে পর্যন্ত আমরা এইভাবে ভবঘুরেদের পাশে থাকবো।