লকডাউনের জের: চিরাচরিত প্রথা বদলে বাড়িতেই গণেশ পুজো

এইচ.এন.ডেস্ক, ১৪ এপ্রিল: প্রতিবছর বাংলা নতুন বছরের প্রথম দিন প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গণেশ পুজোর মাধ্যমে হালখাতা করা হলেও এবার সেই চিরাচরিত প্রথা বদলে গেল। দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে না হলেও পুজো তো করতেই হবে। তাই বাড়িতেই করা হচ্ছে পুজো।
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। খাদ্য সামগ্রী ও অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া সব রকম দোকানপাট বন্ধ। বাইরে বের হওয়া নিষেধ। সারাদেশে যেন চলছে কারফিউ। দোকানপাট খোলার উপায় নেই। তাই নমো নমো করে হলেও পুজো তো করতে হবে। সে কারণে বাড়িতে করা হল পুজো।