করোনার চিকিৎসায় তাজ হোটেল দিয়ে দিলেন

এইচ.এন. ডেস্ক: তাজ হোটেল। যে হোটেলে এক দিন যাপন করার জন্য সচ্ছল ব্যক্তিরাও সাতবার ভাবেন। মুম্বাই এর বিলাসবহুল ওই হোটেলে একদিন থাকলে খরচ ১৫ হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকা। যেখানে এক কাপ চা এর দাম ৬০০ টাকা। রতন টাটার বিলাসবহুল ও বিশ্বের সবচেয়ে দামী হোটেলে যাওয়া সাধারণের কাছে স্বপ্নের মতো। সেই হোটেল করোনার চিকিৎসার জন্য ডাক্তার-নার্সদের পুরোপুরি ফ্রি’তে দিয়েছেন রতন টাটা। দিন কয়েক আগে ১৫০০ কোটি টাকা দিয়েছেন করোনা মোকাবিলায়।
পৃথিবীতে অনেক বিত্তবান শিল্পপতি আছেন। সবাইকে ছাপিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন রতন টাটা। তার এই উদারতার কথা স্মরণীয় হয়ে থাকবে। ওই হোটেলে ডাক্তার, নার্স ও অন্য স্বাস্থ্য কর্মীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাজ হোটেলে থেকে সেল্ফি পোস্ট লিখছেন আমাদের স্বপ্ন ছিল কোনো একদিন তাজ হোটেলে থাকার ……আজ তা পূরন হলো।