ফাঁকা রাস্তায় দেখা মিলল হরিণটির

রাজগঞ্জ, ১০ এপ্রিল: লোকালয়ে ঢুকে পড়েছিল হরিণটি। রাজগঞ্জ এলাকায়। আজ শুক্রবার ভান্ডিগুড়ি টি গার্ডেনের ম্যানেজার ও শ্রমিকদের সহযোগিতায় ওই পূর্ণ বয়স্ক হরিণটিকে (spotted deer) উদ্ধার করলেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত। এদিন ভোর ৪টায় হরিণটিকে গভীর জঙ্গলে ছাড়া হয়।
রেঞ্জার বলেন, লকডাউনে রাস্তাঘাট ফাঁকা পেয়ে সম্ভবত হরিণটি জঙ্গল ছেড়ে লোকালয় চলে আসে। কিন্তু অসাধু মানুষের পাল্লায় পড়লে হরিণটির ক্ষতি হতে পারে। তাই হরিণটি ধরা হল। শেষে জঙ্গলে ছাড়া হল। জঙ্গলের জীবকে জঙ্গলে সুন্দর লাগে। সবাই এমন প্রাণীকে ভালোবাসুন। আসল ভগবান এই প্রাণী আর প্রকৃতি। save tree and save wild life.