বাগডোগরার কাছে পথ দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু

শিলিগুড়ি, ২৩ নভেম্বর: বাগডোগরার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর। শনিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় বেলগাছি এলাকায়। জানা গেছে মৃত ওই পুলিশ কর্মীর নাম সুরজিৎ দত্ত। বাবার নাম কমল দত্ত। এদিন স্থানীয়রা খবর দেন বেলগাছি এলাকায় রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় দুজন পড়ে রয়েছে দুজন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরজিতের। সুরজিৎবাবু শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে চাকরি করতেন। তার মৃত্যুতে শোকাহত পরিজনেরা, পুলিশ মহল। এভাবে অকালে চলে যাওয়া মানতে পারছেন না কেউ।