এইচ.এন. ডেস্ক, ৯ এপ্রিল: রাজ্যে করোনায় আক্রান্ত দুইজন স্বাস্থ্যকর্তা। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক স্বাস্থ্যকর্তা করোনায় আক্রান্ত হওয়ার পর আজ হাওড়া জেলা হাসপাতালের এক শীর্ষকর্তা আক্রান্ত।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ওই স্বাস্থ্যকর্তা গত কয়েকদিন থেকে সর্দি ও জ্বর সহ অসুস্থ হওয়ায় মেডিকেলেই তার লালারস পরীক্ষা করা হয়। তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্যকর্তাকে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই মেডিকেলে সম্প্রতি কালিম্পং এর এক মহিলা এবং শিলিগুড়ির এক রেলকর্মীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়।
অন্যদিকে, হাওড়া জেলা হাসপাতালর এক শীর্ষকর্তা কয়েকদিন থেকে অসুস্থ অনুভব করায় তার লালারস পরীক্ষার জন্য পাঠানো হয় কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। পরীক্ষার রিপোর্টে পজেটিভ পাওয়া যায়। তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই শীর্ষকর্তা সাম্প্রতিককালে বিদেশ ভ্রমণের কোনো প্রমাণ নেই। তাই করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।