হটাৎ করে কেঁপে উঠল শহর থেকে গ্রাম

তেজপুর, অসম, ৬ এপ্রিল: এমনিতেই করোনা নিয়ে বিপর্যস্ত দেশ, বিশ্ব। তারমধ্যে আবার ভূমিকম্পে কেঁপে উঠল অসমের একাংশ। রিখটার স্কেলে তার কম্পনের মাত্রা ছিল ৪.৭। রবিবার রাতে গুয়াহাটি-সহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়েছে। যদিও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানাগেছে, অসমের তেজপুর ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ভূপৃষ্টের ৩৮ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। বরপেটায় কম্পনের মাত্রা ছিল ৪.৭। এতে রাতে আতঙ্ক ছড়ায়। যদিও শেষ প্রশাসনের পক্ষ থেকে আভাস দেওয়া হয় কিছু হয়নি।