লকডাউনে গাড়ি বন্ধ, দার্জিলিং থেকে নদীপথে হেটে অসমের উদ্দেশ্যে রওনা

জলপাইগুড়ি, ২ এপ্রিল: লকডাউনের জেরে গাড়ি না পেয়ে দার্জিলিং থেকে নদী পথে পায়ে হেঁটে বাড়ির রওনা দিয়েছেন ৫ যুবক। তাদের মধ্যে এক জনের বাড়ি অসমে ও বাকি চারজনের কোচবিহারের মেখলিগঞ্জে। তারা দার্জিলিঙে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।
ওই যুবকরা জানিয়েছেন, দার্জিলিঙে দিনমজুরের কাজে গিয়েছিলেন। লকডাউন হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। গাড়ি না থাকায় বাড়ি ফিরতে পারছেন না। এদিকে বাড়ির লোক ও চিন্তায় রয়েছে। অগত্যা
তারা রাত একটার সময় নদিপথে হাটা শুরু করেন। সড়ক দিয়ে গেলে নানান ঝামেলা পোহাতে হতো। তাই এই নদী পথ বেছে নিয়েছেন। এদিন সকাল ১০ টা নাগাদ রহমান ফার্ম হাউজের কাছে নেওড়া নদিতে তাদের বিশ্রাম করতে দেখা যায়। তারা সেখানে রুটি বানিয়েও খায়। রহমান ফার্ম হাউজের মালিক জিয়াউর রহমান তাদের সাথে কথা বলেন। তাদের আটকানোরও চেষ্টা করেন। কিন্তু তারা সেখান থেকে নদি পথে ফের রওনা হন। মেটেলি থানার পুলিশ তাদের আটকানোর জন্য পিছু নিয়েছে বলে জানা গিয়েছে।