আজ থেকে শুরু বিনামূল্যে রেশন বিতরণ

জলপাইগুড়ি, ১ এপ্রিলঃ দেশ জুড়ে চলছে লকডাউন। গৃহবন্দী জনসাধারান। রাজ্যের মূখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বুধবার থেকে শুরু হল বিনামূল্যে রেশন বিলি । ভোর থেকে রেশন দোকানে গ্রাহকদের লম্বা লাইন । গ্রাহকদের অভিমত তাড়াতাড়ি রেশন না নিলে ফুরিয়ে যেতে পারে। তাই এদিন প্রচুর মানুষ ভিড় করেছেন। যদিও ব্লগ প্রশাসন জানিয়েছে, প্রত্যেক গ্রাহকই রেশন পাবেন, কেউ বাদ যাবে না। অনেক গ্রাহক রেশন থেকে প্রাপ্ত সামগ্রী বাইরে বিক্রি করে দেন অভিযোগ রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সেদিকে নজর রাখা হয়েছে।
রাজ্যের গরিব পরিবারগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। AAYরেশন কার্ডধারী পাবেন ১৫ কেজি চাল ও ২০ প্যাকেট আটা , SPHH , PHH, RKSY-1 এই তিন ধরনের রেশন কার্ডধারী ২ কেজি চাল ও ৩ প্যাকেট আটা বিনামূল্যে পাবেন। এছাড়া RKSY-2 রেশন কার্ডধারী ৯ টাকা কেজি দরে গম ও ১৩ টাকা কেজি দরে চাল দেওয়া হবে।