শিলিগুড়িতে লাখ লাখ সহায়তা

শিলিগুড়ি, ৩১ মার্চ: উত্তরবঙ্গ মহেশ্বরী সেবা ট্রাস্ট, শিলিগুড়ি, আজ তারা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ৩ লক্ষ ৫১ হাজার টাকার চেক দিয়েছে (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া; চেক নং: 766617)।

ব্রাহ্মণ সেবা সংঘ ট্রাস্ট, শিলিগুড়ি, আজ তারা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ২ লক্ষ ১১ হাজার টাকার চেক দিয়েছে (ইন্ডাসিন্ড ব্যাংক; চেক নং: 755128)।

সিগনেট স্ট্যাইল তানিয়াস, শিলিগুড়ি সেবক রোডের একটি হোটেল। আজ তারা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকার চেক দিয়েছে (পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক; চেক নং: 022654)।

নবাঙ্কুর সংঘ ও পাঠাগার, শিলিগুড়ি প্রধাননগরের একটি ক্লাব, আজ তারা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকার চেক দিয়েছে (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া; চেক নং: 035349)।

শিলিগুড়ি সাথী সংঘ ও গ্রন্থাগার, সমরনগর, শিলিগুড়ি, আজ তারা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ১১ হাজার টাকার চেক দিয়েছে ( উত্তরবঙ্গ ক্ষেত্ৰীয় গ্রামীণ ব্যাংক; চেক নং : 083023) ।

দাদাভাই স্পোর্টিং ক্লাব, ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড়ে অবস্থিত একটি ক্লাব, আজ তারা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে ১০ হাজার টাকার চেক দিয়েছে (ইউনিয়ন ব্যাংক; চেক নং: 038464)।

পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাতে তুলে দেওয়া হয়।
সেটা আমরা যথাযথ ভাবে পাঠিয়ে দিচ্ছি জানান মন্ত্রী।