এই রাজ্যে প্রথম কোনও চিকিৎসক আক্রান্ত হলেন

কলকাতা, ২৯ মার্চ: করোনায় এবার আক্রান্ত হলেন এক চিকিৎসক। এই রাজ্যে এই প্রথম কোনও চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। ওই চিকিৎসক আলিপুরের কম্যান্ড হাসপাতালের একজন অ্যানাস্থেশিওলজিস্ট। ক্রিটিক্যাল কেয়ারের সঙ্গে যুক্ত তিনি। আর ক্রিটিক্যাল কেয়ারের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাঁদের রোগীদের খুব কাছাকাছি যেতে হয়। স্বাস্থ্য দফতরের তাই অনুমান সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। কলকাতার নাইসেড সূত্রে জানা যায়, এই রিপোর্ট পাওয়া মাত্রই তারা স্বাস্থ্য দফতর, হাসপাতাল কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারকে জানান।
উল্লেখ, এর আগেও চিকিৎসকেরা করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বাংলায় এই প্রথম কোনও চিকিৎসক করোনা পজিটিভ। আর এটা খুবই গুরুতর বিষয়।
এদিকে জানাগেছে কাল সোমবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যালের ভাইরাল ল্যাবে করোনার পরীক্ষা শুরু হবে।