কাশ্মীরে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি থাকা ২৬ জন রোগী চম্পট

এইচ.এন. ডেস্ক, ২৯ মার্চ: কাশ্মীরে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি থাকা ২৬ জন রোগী পালিয়ে গিয়েছে। পালিয়ে যাওয়া রোগীদের যদি করোনা ভাইরাসের পজিটিভ পাওয়া যায় তাহলে কাশ্মীরে সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে। জম্মু-কাশ্মীরে এখনও পর্যন্ত ৩৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। একজন এর মধ্যে মারাও গিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন অপর একজন।
করোনা সংক্রমণের জেরে শ্রীনগরের সরকার পরিচালিত জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে। কিন্তু হাসপাতালের অব্যবস্থা নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগ, এখান থেকে রোগীরা  পরিষেবা পাচ্ছেন না। সঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এই অভিযোগে রোগীর স্বজনরা বিক্ষোভ দেখান।  সেসময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সরাতে গেলে, একরকম দাঙ্গা বেধে যায়।হাসপাতালের হাসপাতালে ভিতরে আসবাবপত্র ও জানালা দরজা ভাঙচুর করা হয় বলে অভিযোগ।বাইরেও মারমুখী হয়ে ওঠেন প্রতিবাদীরা। সেই সুযোগে ওই হাসপাতাল থেকে চম্পট দেয় করোনায় আক্রান্ত সন্দেহে ভর্তি থাকা ২৬ কাশ্মীরি।
এই ঘটনায় হাসপাতালের এক ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে। অপর ডাক্তারকে কিছু দিনের জন্য সাসপেন্ড করা হয় বলে। জানা গিয়েছে, ছুটিতে থাকা ওই দুই ডাক্তারকে দ্রুত কাজে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা ডিউটিতে যোগ দেননি। তার জেরে হাসপাতালে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এ জন্য ওই ডাক্তারদের বরখাস্ত করা হয়েছে।