করোনা নিয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ আজ সকাল ১১ টায়

এইচ.এন. ডেস্ক, ২৯ মার্চ; দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ‘মন কি বাত’ বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার সকাল ১১ টায় ‘মন কি বাত’-এর বিশেষ সম্প্রচার হবে।
ভারতে ক্রমশ বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে মৃত্যু। ভারতে করোনা আক্রান্ত হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২১ জনের।
করোনাভাইরাস মোকাবিলার স্বার্থে সহায়তা ও জরুরি পরিস্থিতি ত্রাণ তহবিল গঠন করেছেন। ট্যুইটারে তিনি জানিয়েছিলেন, এই তহবিল দীর্ঘমেয়াদি ভিত্তিতে স্বাস্থ্যকর ভারত গড়তে সাহায্য করবে। মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর কাছে
সহযোগিতা আহ্বান করবেন বলে মনে করছেন বিভিন্ন মহল।