করোনা পরিস্থিতির জন্য বড় সিদ্ধান্ত ভারতে

নিউজ ডেস্ক, ২৭ মার্চ: এগিয়ে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকদের আগামী ৩ মাসের জন্য কোনও ইএমআই দিতে হবে না গ্রাহকদের। এমন ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
তিনি জানান সমস্ত রকম ঋণের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হবে। আগামী ৩ মাসের জন্য সমস্ত রকম ঋণে EMI স্থগিত করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের এই পরিস্থিতিতে যাতে খাদ্যদ্রব্য, তেলের দাম ইত্যাদি না বাড়ে এবং মুদ্রাস্ফীতি যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে RBI বলে জানা গেছে। শক্তিকান্ত দাসের কথায়, “দেশের এই বিপদজনক পরিস্থিতিতে অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখাই এখন RBI-এর কাছে একটা বড় চ্যালেঞ্জ।” করোনার জন্য সারাদেশে একই পরিস্থিতি গরীব মানুষরা এই কিস্তি দেওয়া নিয়ে চিন্তা করেছিলেন। বার বার বিভিন্ন মহলে দাবি জানিয়েছিলেন এরপর কেন্দ্র সরকার রিজার্ভ ব্যাংকের কাছে দাবি করে। রাজ্য সরকারের দাবি করে শেষে সিদ্ধান্ত নেয়।