করোনা মোকাবেলায় নামাতে হল এই দেশে সেনা

নিউজ ডেস্ক, ২৭ মার্চ: স্যুইৎজারল্যান্ডে মারণ ভাইরাসে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও এই দেশে প্রাণ হারিয়েছেন ১৯১ জন। গত ২৪ ঘণ্টায় এখানে ৩৮ জন এই ভাইরাসের বলি হয়েছেন। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্যুইৎজারল্যান্ডে সেনাবাহিনীকে নামানো হয়। স্বাস্থ্য কর্মীদের সহায়তা করবেন সেনাকর্মীরা। জানাগেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এতদিন পর্যন্ত স্যুইস সেনাবাহিনীকে নিষ্ক্রিয় অবস্থায় দেখা গিয়েছে। এবার যেন যুদ্ধ ক্ষেত্রে।
ধনী দেশ স্যুইৎজারল্যান্ড। স্বাস্থ্য ব্যবস্থাও অত্যন্ত উন্নতমানের। এখন হাসপাতালগুলি করোনা রোগীতে ভরে যাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ইতালির সীমান্ত লাগোয়া তিকিনো ক্যান্টনের হাসপাতালগুলি এর মধ্যেই করোনা রোগীতে ভরে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থা পাশের দেশগুলোরও।