রাজগঞ্জ, ২৩ নভেম্বর: আন্তর্জাতিক বনজ সম্পদ পাচারকারী গ্রেফতার। শুক্রবার রাতে দুই পাচারকারীকে গ্রেফতার করে বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স। ধৃতরা হল দীপক প্রধান । তার বাড়ি আলিপুরদুয়ার জেলার হামিল্টনগঞ্জে এবং দীপেন মুখিয়া। তার বাড়ি একই জেলার জয়গাতে । এ নিয়ে গত কয়েক দিনের মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হল।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, বুধবার প্যাঙ্গোলিন সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে এদিন ওই চক্রের দুজনকে গ্রেপ্তার করা হল। ধৃতদের মোবাইলে সম্প্রতি তোলা বিভিন্ন বন্যপ্রাণী এবং বন্যপ্রাণীর দেহাংশের ছবি দেখে অনুমান করা হচ্ছে এই চক্রটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। এছাড়া এই চক্রটির কাছে নকল টাকা ছাপানোর মেশিন থাকার প্রমাণ মিলেছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।