নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি রুখতে ব্লক প্রশাসনের বৈঠক

রাজগঞ্জ, ২৬ মার্চঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি রুখতে বৃহস্পতিবার বৈঠক করে রাজগঞ্জ ব্লক প্রশাসন। রাজগঞ্জের বিডিও অফিসে বৈঠকের পর বিডিও এন সি শেরপা বলেন, রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে নিত্যপ্রয়োজনীয় জিনিষের কালোবাজারি হচ্ছে । তাই শুক্রবার থেকে অভিযানে নামা হবে । করোনা মহামারীর মধ্যে কেউ ফয়দা তুলবে তা মেনে নেওয়া হবে না । অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । ব্যবসায়ীদের সুবিধার জন্য প্রতি সপ্তাহে রাজগঞ্জ বাজার, বেলাকোবা ও আমবাড়ি থেকে একটি মালবাহী ট্রাকের অনুমতি দেওয়া হবে । যাতে পুলিশ হয়রানি করতে না পারে । এছাড়া ভিনরাজ্য থেকে বাড়িতে আসা লোকদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে বলেছে ব্লক স্বাস্থ্য দপ্তর । কিন্তু কিছু লোক সেই নিষেধ না মেনে ঘোরাফেরা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে । কেউ যদি বাইরে ঘোরাফেরা করতে ধরা পড়ে যায়, তাকে স্থায়ী কোয়ারান্টিনে রাখা হবে । এই অভিযানে পুলিশ ও ছাড়াও জনপ্রতিনিধিদের সাহায্য নেওয়া হবে ।  সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, বিডিও এন সি শেরপা, রাজগঞ্জ থানার সিআই দীপোজ্জ্বল ভৌমিক, ওসি কেসাং লামা প্রমুখ ।