নিউজ ডেস্ক, ২৫ মার্চ: সতর্ক হোন। সজাগ হন। সারাবিশ্বে এখন একটাই ওষুধ, ঘরে থাকুন। আর এই ওষুধ বিভিন্ন দেশ প্রয়োগ করতে শুরু করে দিয়েছে। যাচ্ছে লক ডাউনের পথে। কিন্তু যেখানে এর অমান্য করেছে সেখানে পরিস্থিতি খারাপের দিকে। জানাগেছে, অ্যামেরিকায় এর মধ্যেই করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। সেদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৭৮২ জনের। আক্রান্ত প্রায় ৫৫ হাজার বাসিন্দা। তারমধ্যে ভারতীয় ও বাংলাদেশিরাও রয়েছেন।
আমেরিকার প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। টলকডাউন ঘোষণা করা হয়েছে বেশ কিছু অঞ্চলে। তবে ট্রাম্প সরকার এখনও সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটেনি। আশঙ্কা, এ ভাবে চলতে থাকলে চীন এবং ইটালির চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এই আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। ভারতে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে এর আগেই লকডাউন ঘোষণা করে। এবার দেশজুড়ে মোদি সরকার টানা ২১ দিন লকডাউন ঘোষণা করেছে। এরআগে চীন এবং ইটালি দু’টি করোনা ছড়িয়ে যাওয়ার পরে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল। সংক্রমণ ছড়ানোর মুহূর্তেই যদি তাকে আটকে দেওয়া যেত, তাহলে সম্ভবত পরিস্থিতি খানিকটা হলেও সামলানো যেত। ভারত তাই ওই সমস্ত দেশের থেকে শিক্ষা নিয়ে আগে ভাগে লকডাউন ঘোষণা করেছে। দেশবাসীর কাছে আবেদন ও অমান্য করলে কড়া সিদ্ধান্ত সরকারের।
এদিকে ইটালির অবস্থা এখনও ভালো নেই। মাঝে দুদিন মৃত্যুর হার খানিকটা কমলেও বুধবার ফের বেড়েছে। জানাগেছে, ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। যার জেরে এখনও পর্যন্ত শুধু ইটালিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৮২০। পৃথিবীর বাকি দেশগুলো এখন লকডাউন করার সিদ্ধান্ত নিতে হবে বলেই উঠছে দাবি। সারাদেশ থেকে এই পরিস্থিতিতে সারাবিশ্ব যেন লকডাউন হয়। অতিমারির মাঝে বিশ্বকে বাঁচিয়ে রাখতে এটাই যেন এখন প্রার্থনা। দাবি একটাই সরকারি নির্দেশ মেনে চলুন।