আজ রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী

এইচ.এন. ডেস্ক, ২৪ মার্চ: করোনা রুখতে চেষ্টার কোন ত্রুটি রাখতে চাইছে না কেন্দ্র তথা রাজ্যের সরকার। রাজনীতির ভেদাভেদ ভুলে সব দল একজোট হয়েছে করোনা মোকাবেলায়। আজ
রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনতা কার্ফুর পর জারি হয়েছে লকডাউন। তাই জাতির উদ্দেশে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সেদিকে তাকিয়ে আছেন সকলে।
অনেক জায়গা থেকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। এছাড়া অনেকেই এখনও লকডাউনকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। তাই কড়া বার্তা দেওয়ার পাশাপাশি লকডাউন সময় কালে অত্যাবশ্যকীয় পণ্য যাতে সবাই পায়, জরুরি পরিষেবার যাতে কোনও অসুবিধা না হয়। তা নিশ্চিত করতেই দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বলে মনে করছেন বিভিন্ন মহল।