আগামীকাল নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর ফাঁসি

এইচ.এন. ডেস্ক, ১৯ মার্চঃ নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর শুক্রবার মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে । ভোর সাড়ে ৫ টায় ফাঁসি দেওয়া হবে অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) এবং মুকেশ সিং (৩২)। ফাঁসুড়ে পবন জল্লাদও পৌঁছে গিয়েছেন তিহাড় জেলে। এর আগে তিন বার তাদের ফাঁসির তারিখ শেষ মুহূর্তে এসে পিছিয়ে গিয়েছে। ফাঁসি পিছনোর চেষ্টা এখনও জারি রয়েছে নির্ভয়া কাণ্ডের অপরাধীদের। তবে তাদের আর কোনও আইনি সহায়তা বাকি নেই বলে জানিয়ে দিয়েছে দিল্লির আদালত। শুক্রবার ভোট ৫.৩০ মিনিটে তিহাড় জেলে দোষীদের ফাঁসিতে ঝোলানো হবে।