আর্থমুভার লাগিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে টোটো

শিলিগুড়িতে নষ্ট করে দেওয়া হচ্ছে মেয়াদউত্তীর্ণ টোটো। প্রশাসনের পক্ষ থেকে আগে তালিকাভুক্ত করে টোটো মালিকদের বলা হয়। এদিন তাদের ডাকা হয়। এই টোটোর পরিবর্তে নামবে নতুন টোটো। পরিবহন দপ্তরের উদ্যোগে দেওয়া হচ্ছে নম্বর। অনেকদিন থেকে প্রশাসন নতুন নম্বর যুক্ত শিলিগুড়িতে টোটো নিয়ে এসেছে। যে সমস্ত টোটো শহরে চলছে এবং পুরাতন। সেখানে নতুন টোটো আনা হবে। সেই উপলক্ষে এদিন পরিবহন দপ্তর এবং পুলিশ মিলে কাওয়াখালি মাঠে টোটো এনে তা নষ্ট করে দিচ্ছে।