ট্রাক টার্মিনালের চৌকিদারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের

ফাঁসিদেওয়া, ১৫ মার্চঃ ট্রাক টার্মিনালের এক চৌকিদারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলিগুড়ি মহাকুমার ঘোষপুকুর এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় সেন। তিনি ওই এলাকারই বাসিন্দা। সঞ্জয়বাবু ঘোষপুকুর ময়লানিজোত ট্রাক টার্মিনালে চৌকিদারের কাজ করতেন। রবিবার সকালে ট্রাক টার্মিনালের কাছে এক দোকান থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, সঞ্জয় সেন বেশ কয়েক বছর থেকে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর ময়লানিজোত ট্রাক টার্মিনালে চৌকিদারের কাজ করতেন। এদিন সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।স্থানীয়দের অনুমান, তাঁকে খুন করা হয়েছে।
ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।