করোনায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন ৯০ শতাংশ মানুষ

হেডলাইন নিউজ ডেস্ক, ১৪ মার্চ: করোনা ভাইরাসের অনেক কিছুই অজানা। সবচেয়ে বড় কথা মৃত্যুর হার কম। শুধু বেশি মানুষ আক্রান্ত এই যা। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের ৯০ শতাংশ শুধুমাত্র নজরদারি ও সাপোর্টিং চিকিৎসায় সুস্থ। জায়গা ভিত্তিক ৭০ থেকে ৯০ শতাংশ লোক বাড়ি ফিরে গেছেন। একটা হিসেবে ৭০ হাজার ৪০৭ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পথে আরও বহু চিকিৎসাধীন আরও বহু রোগী। এটা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দেশের করোনা ভাইরাস সংশ্লিষ্ট পরিসংখ্যান এবং বিশ্লেষণ।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে সর্বপ্রথম করোনা ভাইরাস ছড়াতে শুরু করে। তারপর বিশ্বব্যপি ছড়িয়ে পরে এই ভাইরাস। বিশেষ কিছু কারণ দেখিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ রোগকে কভিড-১৯ নামে অভিহত করার পর একে মহামারী হিসেবে ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত রোগটি বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে। তবে এত দেশে ছড়ালেও রোগটি প্রাণ কেড়েছে ৪ হাজার ৯৯০ জনের। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৬৮ জন। ভারতে এই হার অনেক কম।
সর্দিকাশিতে এর চেয়ে অনেক বেশি আক্রান্ত হয়। সর্দি কাশির লক্ষণযুক্ত এই আক্রান্ত নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু সজাগ ও সচেতন হলেই হয়। সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা। এই ভাইরাস এড়াতে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং প্রয়োজনে ডাক্তার দেখতে হবে।
বিভিন্ন দেশের দেওয়া করোনা ভাইরাস সংশ্লিষ্ট পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এ ভাইরাস সবচেয়ে বেশি শক্তি দেখিয়েছে চীনে। দেশটিতে ৮০ হাজার ৮১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অথচ এতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৭৭ জনের। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৬৪ হাজার ১৩১ জন। এখনো চিকিৎসাধীন আছেন ১৩ হাজার ৫০৬ জন। এদের মধ্যে ৪ হাজার ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ধীরে ধীরে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমে আসছে দেশটিতে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চিনে মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন। বলতে গেলে দেশটি কভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে ভালোভাবেই এগিয়েছে।
ভারতেও আতঙ্ক হওয়ার কিছু নেই। সাধারণত বয়স্কদের এই ভাইরাস কাবু করে বেশি। তাছাড়া আক্রান্তরা বিদেশের সঙ্গে যোগসূত্র রয়েছে। বিশেষ করে আক্রান্ত দেশের সঙ্গে। তাই অযথা আতঙ্কিত না হয়ে নিজে সুস্থ থাকতে করণীয় কি তা জানুন বলছেন চিকিৎসকরা।